ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহী সীমান্তে দুই জোড়া গরু-মহিষ ও হেরোইন আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
রাজশাহী সীমান্তে দুই জোড়া গরু-মহিষ ও হেরোইন আটক ছবি: সংগৃহীত

রাজশাহী: রাজশাহী সীমান্তে ভারতীয় গরু-মহিষ ও হেরোইন আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দিনগত রাতে ও শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে পৃথক অভিযানে এসব গরু-মহিষ ও হেরোইন জব্দ করা হয়।

শনিবার দুপুরে বিজিবি-১ ব্যাটালিয়নের অধিনায়ক সোহেল উদ্দিন পাঠান জানান, শুক্রবার দিনগত রাত আড়াইটার দিকে রাজশাহীর পবা উপজেলার চর মাজারদিয়া পোস্টের একটি নিয়মিত টহলদল নগরীর রাজপাড়া থানাধীন সীমান্ত পিলার ৬১’র কাছে অভিযান চালায়। এ সময় বাংলাদেশের অভ্যন্তরে স্কুলপাড়া নামক এলাকায় ২টি ভারতীয় গরু এবং ২টি ভারতীয় মহিষ আটক করা হয়।

আটক গরু-মহিষের আনুমানিক মূল্য ২ লাখ টাকা বলে জানান তিনি।

তবে টহল দলের উপস্থিতি টের পেয়ে গরু-মহিষ রেখে ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

এদিকে, শনিবার সকালে ১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ গোদাগাড়ী সীমান্ত ফাঁড়ির একটি টহল দল জেলার গোদাগাড়ীর পদ্মা নদীর চর এলাকা থেকে ২শ’ গ্রাম ভারতীয় হেরোইন জব্দ করে। এই হেরোইনের আনুমানিক মূল্য চার লাখ টাকা। এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি। তবে আলাদা ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান বিজিবি কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
এসএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।