শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে শহরের লক্ষ্মীপুরের ৯নং হাবিলী গোপালপুর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
ডেকোরেটর কর্মচারী নিহত আজাদ একই এলাকার হারুন শেখের ছেলে।
নিহতের চাচা হাবিব শেখ জানান, দুই ভায়রা পাশাপাশি ঘরে বসবাস করতেন। শনিবার সকালে ছোট ভায়রা বাচ্চু ও তার স্ত্রীর মধ্যে মারামারির ঘটনা ঘটে। ঠেকাতে গেলে বাচ্চু রড দিয়ে বড় ভায়রা আজাদকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই মারা যার আজাদ।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নামিজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খরব পেয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
বিএস