শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের উত্তর কালভেরি চার্চ প্রাঙ্গণে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার ইনছের আলী, আকচা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপনসহ প্রমুখ।
বাংলাদেশ সরকারের অর্থায়নে প্রায় ১৬ লাখ টাকা ব্যয়ে আকচা ইউনিয়নের উত্তর ঠাকুরগাঁও ও মণ্ডলপাড়ার ১১১টি পরিবার ও কালভেরি চার্চে এ বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
এজি/এসআই