ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

মুলাদীতে ৩০ মণ জাটকা জব্দ, আটক ৮

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
মুলাদীতে ৩০ মণ জাটকা জব্দ, আটক ৮

বরিশাল: ব‌রিশালের মুলাদী উপজেলা থেকে ৩০ মণ জাটকা জব্দ করেছে পুলিশ। এ সময় দু’টি ট্রলার‍ও জব্দ করা হয়।

নিষেধ অমান্য করে এসব জাটকা ধরায় শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলার আড়িয়াল খাঁ নদ থেকে ৮ জনকে আটক করে পুলিশ।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান জানান, আটক ব্যক্তিরা দু’টি ট্রলারে জাটকা নিয়ে মেহেন্দিগঞ্জ উপজেলার ভাসানচর থেকে মাদারীপুরের উদ্দেশে যাচ্ছিলো।

নাজিরপুর নৌ-ফাঁড়ির ইনচার্জ উত্তম কুমারের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে জাটকা-ট্রলার জব্দ করে এবং ৮ জনকে আটক করে।

বাংলা‌দেশ সময়: ১৫১৬ ঘণ্টা, ফেব্রুয়া‌রি ১৮, ২০১৭
এমএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।