শনিবার (১৮ ফেব্রুয়ারি) বেলা সোয়া ২টার দিকে সিরাজগঞ্জ-বেলকুচি আঞ্চলিক সড়কের আমবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সনেকা আমবাড়িয়া গ্রামের আব্দুস সবুরের স্ত্রী।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসাইন বাংলানিউজকে জানান, দুপুরে যাত্রী নিয়ে একটি ভটভটি আমবাড়িয়া থেকে কড্ডার মোড় যাচ্ছিলো। এসময় ভটভটি এক্সেল ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ভটভটি যাত্রী সনেকা নিহত ও উভয় যানবাহনের অন্তত ১০ যাত্রী আহত হন।
খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে সদর হাসপাতাল ও বেলকুচি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
আরবি/বিএস