টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভিসির শ্রদ্ধা-ছবি: বাংলানিউজ
গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) উপাচার্য প্রফেসর মোহাম্মদ ফায়েক উজ্জামান শ্রদ্ধা নিবেদন করেছেন।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
পরে তিনি ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
এসময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার খান আতিয়ার রহমান, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও রেজিস্টার টিপু সুলতান ও সদস্য সচিব দীপক চন্দ্র মণ্ডল প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
আরবি/
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।