শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চৌধুরীর টেক এলাকা থেকে তাকে আটক করা হয়। আফসার উপজেলার বীজবাগ ইউনিয়নের বীমনারায়নপুর গ্রামের তোফায়েল আহম্মেদের ছেলে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ চৌধুরী বাংলানিউজকে জানান, সকালে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চৌধুরীর টেক এলাকা থেকে আফসারকে আটক করে। এসময় তার দেহ তল্লাশি করে একটি এলজি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে আফসারের বিরুদ্ধে সেনবাগ থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
এজি/আইএ