ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
সাভারে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

সাভার (ঢাকা): সাভারে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের উপর উঠে আরশেদ আলী (৮৫) নামের এক বৃদ্ধ নিহত ও  চারজন আহত হয়েছেন।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া পুলিশ টাউনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্র জানায়, দুপুরে মানিকগঞ্জ থেকে প্রাইভেটকার যোগে পরিবারের সদস্যরা সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় আসছিলেন।

প্রাইভেটকারটি ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া পুলিশ টাউনের সামনে পৌঁছুলে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের উপরে উঠে দুমড়ে মুচড়ে যায়। এসময় কারে থাকা পাঁচজন গুরুতর আহত হয়।   ‍


সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বাংলানিউজকে বলেন, আহতদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আরশেদ আলী মারা যান। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।


বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।