শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ ঘোষণা দেন।
এর আগে নয়টি ইউনিয়নকে ভিক্ষুক মুক্ত ঘোষণা করেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান ফিরোজ আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলম, পিআইও সাইদুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নজরুল ইসলাম প্রমুখ।
এ সময় পাঁচটি ইউনিয়নের ১৫৭ জন ভিক্ষুককে চাল, ডাল, তেল, নগদ টাকা, চায়ের কেটলি, চুলা, ভ্যান ও ছাগল দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
এজি/টিআই