কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল খালেক (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আব্দুল খালেক দাসিয়ার ছড়ার খড়িয়াটারী গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মোজাম্মেল হক ব্যাপারি বাংলানিউজকে জানান, বিকেলে জমিতে সেচ দেওয়ার জন্য নিজ বাড়ির আঙ্গিনায় সেচ পাম্পে সংযোগ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন আব্দুল খালেক।
পরে স্থানীয়রা আব্দুল খালেককে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
আরবি/
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।