ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সিলেট জেলা আ’লীগ সম্পাদকের গাড়ি ভাঙচুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
সিলেট জেলা আ’লীগ সম্পাদকের গাড়ি ভাঙচুর জেলা আ’লীগ সম্পাদকের গাড়ি ভাঙচুর/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: পরিবহন ধর্মঘট প্রত্যাহারে শ্রমিক-পুলিশ বৈঠক শেষে বের হয়ে যাওয়ার সময় সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীর গাড়ি ভাঙচুর করেছে শ্রমিকরা।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে নগরীর সুবহানীঘাটে এ ভাঙচুরের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৈঠকে অবরোধ প্রত্যাহারের পর সুবহানীঘাট সিএনজি স্টেশনে পৌঁছালে শফিকুর রহমানকে বহনকারী গাড়িতে হামলা চালায় অবরোধকারী শ্রমিকরা।

খবর পেয়ে ঘটনাস্থলে যান মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদসহ রাজনৈতিক নেতারা ও প্রশাসনের লোকজন।

শফিকুর রহমান চৌধুরী বাংলানিউজকে বলেন, ‘বৈঠক শেষে ফেরার সময় শ্রমিকদের হামলার কবলে পড়ি। তারা আমাকে চেনার পরও গাড়িতে হামলা চালায়। ’

এ ব্যাপারে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিক উদ্দিন বাংলানিউজকে বলেন, ট্রাক শ্রমিকরা এ ভাঙচুর চালিয়েছে। তারা আমাদের সামনেই শফিকুর রহমানের গাড়িতে হামলা চালায়।

এ সময় আমাদের গাড়িতেও হামলার চেষ্টা করে। পরে উপশহর পয়েন্টে মাইক্রোবাস শ্রমিকদের অফিসে ট্রাক শ্রমিকরা অগ্নিসংযোগ করে বলেও জানান এ শ্রমিক নেতা।

এর আগে শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) রাতে মাদকসহ আটক দুই শ্রমিককে ছাড়িয়ে নেওয়ার জন্য পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় পরিবহন শ্রমিকরা। এ ঘটনাকে কেন্দ্র করে সিলেটে শনিবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয় জেলা মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন। দুপুরে প্রশাসনের সঙ্গে বৈঠকে ধর্মঘট সাময়িক প্রত্যাহার করা হয়।

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
এনইউ/ওএইচ/বিএস

**
সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।