ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বাঘাইছড়ি পৌরসভার নির্বাচন শেষ, চলছে গণনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
বাঘাইছড়ি পৌরসভার নির্বাচন শেষ, চলছে গণনা বাঘাইছড়ি পৌরসভার নির্বাচন শেষ, চলছে গণনা-ছবি: বাংলানিউজ

রাঙামাটি: শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভা নির্বাচন। শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পৌরসভার নয়টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ করা হয়। এখন চলছে গণনা।

আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী জাফর আলী বাংলানিউজকে জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হয়েছে। নির্বাচনে জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী।

বিএনপির মনোনীত মেয়র প্রার্থী ওমর আলী জানান, এবারের নির্বাচন সুষ্ঠু হয়েছে। আশা করি, জয়ের মালা আমার গলায় পড়বে।

নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা ছিল। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বাচন নিয়ে কোনো প্রার্থী অভিযোগ করেননি বলে নির্বাচনী অফিস সূত্রে জানা গেছে।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. নাজিম উদ্দিন বাংলানিউজকে জানান, সুষ্ঠুভাবে ভোটগ্রহণ হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নবগঠিত নির্বাচন কমিশনের অধীনে এটিই প্রথম নির্বাচন।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।