ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

মাদক নিরাময় কেন্দ্রে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
মাদক নিরাময় কেন্দ্রে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

ঢাকা: রাজধানীর উত্তরায় একটি মাদক নিরাময় কেন্দ্রে আনোয়ার আজীম (৩০) নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উত্তরার পশ্চিমে অবস্থিত রি-লাইফ মাদক নিরাময় ক্লিনিকে এ ঘটনা ঘটে।

রি-লাইফ মাদক নিরাময় ক্লিনিকের ইনচার্জ আবু ওয়াহিদ বাদল বাংলানিউজকে জানান, আজীম আমাদের এ কেন্দ্রে আড়াই মাস যাবত চিকিৎসাধীন।

দুপুরে বাথরুমে গোসল করতে গিয়ে পায়জামার ফিতা দিয়ে ঝর্নার পাইপের সঙ্গে ফাঁস দেন তিনি।

পরে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
এজেডএস/আরআইএস/এমজেএফ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।