শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উত্তর কাফরুলের ইব্রাহিমপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- মো. আল আমিন, কেয়া মনি প্রিয়া, শফিকুল ইসলাম, তুহিন ভূঁইয়া, শেখ মো. মুখলেসুর রহমান, রুবেল হোসেন, মো. আনিস ও ইসরাফিল।
কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোবারক বাংলানিউজকে বলেন, তারা নিজেদের দৈনিক গণতন্ত্র, দৈনিক মাতৃজগত, ক্রাইম নিউজটোয়েন্টিফোর ডটকম, দৈনিক দুর্নীতির সন্ধান ও জাতীয় গোয়েন্দা সংবাদের সাংবাদিক হিসেবে দাবি করেন।
স্থানীয় ওষুধ ব্যবসায়ী মহর আলী ভেজাল ওষুধ বিক্রি করছেন- এমন অভিযোগ তোলেন সাংবাদিক পরিচয় দানকারীরা। এজন্য তারা ওই ব্যবসায়ীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন।
মোবারক আরও বলেন, চাঁদা দাবির অভিযোগে তাদের থানায় নিয়ে আসা হয়েছে। এখন বিষয়টি যাচাই-বাছাই চলছে।
বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
পিএম/ওএইচ/এএসআর