ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

কটিয়াদীতে ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
কটিয়াদীতে ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা এলাকায় ট্রাকচাপায় জাকির হোসেন (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

শনিবার (১৮ ফেব্রুয়ারি)  বিকেল ৩টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

জাকির উপজেলার আচমিতা ইউনিয়নের পূর্ববিটাদিয়া গ্রামের হাইদুল ইসলামের ছেলে।

সে আচমিতা আর্দশ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

কটিয়াদী হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আক্তারুজ্জামান বাংলানিউজকে জানান, বিকেলে জাকির স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে হেঁটে বাড়ি ফিরছিল। পথে আচমিতা এলাকায় পেছন থেকে একটি ট্রাক জাকিরকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। এ অবস্থায় স্থানীয়রা জাকিরকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে চিকি‍ৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
এজি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।