ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর এলাকায় ট্রাকচাপায় তাছলিমা (১০) নামে এক শিশু নিহত হয়েছে। শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
তাছলিমা হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার শৈলারামপুর গ্রামের মইজ উদ্দিনের মেয়ে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম উদ্দিন বাংলানিউজকে জানান, বিকেলে বাহাদুরপুর বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হচ্ছিল তাছলিমা।
এসময় একটি ট্রাক পেছন থেকে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘাতক ট্রাকটিসহ চালক মিন্টু মিয়াকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৮
আরবি/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।