অস্ত্রোপচার চলাকালে দুই চিকিৎসকের হাতাহাতি!
মৌলভীবাজার: অপারেশন থিয়েটারে (ওটি) অস্ত্রোপচার চলছে, এর মধ্যে তর্ক-বিতর্কের এক পর্যায়ে দুই চিকিৎসকের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরিস্থিতি সামলাতে দু’জনকেই ওটি থেকে বের করে দেওয়া হয়। পরে অন্য চিকিৎসক অস্ত্রোপচার করেন।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে মৌলভীবাজার সদর হাসপাতালে এ ঘটনা ঘটে।
তথ্যের সত্যতা নিশ্চিত করে মৌলভীবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক পার্থ সারথী দত্ত কানগো বাংলানিউজকে জানান, তদন্ত করে ডা. আবু ইমরান ও ডা. আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগ রয়েছে, এর আগেও ডা. আবু ইমরানের হাতে অনেকে লাঞ্ছিত হয়েছেন।
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
এজি/এটি
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।