ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সুস্থ দেহ ও সবল মনের জন্য খেলাধ‍ুলার বিকল্প নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
সুস্থ দেহ ও সবল মনের জন্য খেলাধ‍ুলার বিকল্প নেই সুস্থ দেহ ও সবল মনের জন্য খেলাধ‍ুলার বিকল্প নেই/ ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: সুস্থ দেহ ও সবল মনের জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে প্রধানমন্ত্রীর প্রয়াত বিশেষ সহকারী ও কবি মাহবুবুল হক শাকিল স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।

ময়মনসিংহ আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্রীড়া সংগঠক কাজী আজাদ জাহান শামীম, ত্রিশাল পৌরসভার মেয়র এ বি এম আনিসুজ্জামান, প্রেসক্লাব ময়মনসিংহের সাধারণ সম্পাদক মো: শামসুল আলম খান, বঙ্গবন্ধু শিশু একাডেমি ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম সরকার প্রমুখ।

বাংলাদেশ সময় ১৮৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
এমএএএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।