কর্তব্যরত চিকিৎসক শনিবার (১৮ ফেব্রুয়ারি) জানান, মুজাহিদের অবস্থার উন্নতি হয়েছে, কথা বলছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শুক্রবার দিনগত ১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।
আল মুজাহিদ রাজধানীর মোহাম্মপুর এলাকায় মাছের ব্যবসা করেন। তার খালাতো ভাই মো. মানিক জানান, শুক্রবার দিনগত রাত ১২টার দিকে চাঁদ উদ্যান হাউজিং গেট এলাকায় আসাদ মুজাহিদকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে, পরে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঢামেক হাসপাতালে দায়িত্বরত পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বাবুল মিয়া জানান, আহত মুজাহিদ হাসপাতালে ভর্তি আছেন।
বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
এজেডএস/এটি