ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

মাদকের বিরোধিতা করায় মুজাহিদকে ছুরিকাঘাত, দাবি পরিবারের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
মাদকের বিরোধিতা করায় মুজাহিদকে ছুরিকাঘাত, দাবি পরিবারের

ঢাকা: মাদক বিক্রির বিরোধিতা করায় মাছ ব্যবসায়ী আল মুজাহিদকে (২৫) ছুরির আঘাতে জখম করেছে আসাদ- এমন দাবি করেছে তার পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ, হত্যার উদ্দেশ্যেই আসাদ তার বুকে ছুরির আঘাত করে।

কর্তব্যরত চিকিৎসক শনিবার (১৮ ফেব্রুয়ারি) জান‍ান, মুজাহিদের অবস্থার উন্নতি হয়েছে, কথা বলছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শুক্রবার দিনগত ১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।

আল মুজাহিদ রাজধানীর মোহাম্মপুর এলাকায় মাছের ব্যবসা করেন। তার খালাতো ভাই মো. মানিক জানান, শুক্রবার দিনগত রাত ১২টার দিকে চাঁদ উদ্যান হাউজিং গেট এলাকায় আসাদ মুজাহিদকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে, পরে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঢামেক হাসপাতালে দায়িত্বরত পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বাবুল মিয়া জানান, আহত মুজাহিদ হাসপাতালে ভর্তি আছেন।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
এজেডএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।