টঙ্গী ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর মো. মোরশেদুল ইসলাম বাংলানিউজকে জানান, বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ভিআইপি পরিবহনের একটি বাস টঙ্গী কলেজ গেট এলাকায় পৌঁছালে হঠাৎ আগুন ধরে যায়।
এসময় বাস থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে কমপক্ষে ১০জন যাত্রী আহত হন।
একপর্যায়ে আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বাসের আগুন নেভায়। বাসের ত্রুটি থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
আরএস/এএ