শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) জেলা শাখা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বাচিপের কেন্দ্রীয় কার্যকরী কমিটিতে সদস্য নির্বাচিত হয়েছেন ডা. প্রশান্ত।
এসময় উপস্থিত ছিলেন-স্বাচিপ জেলা কমিটির আহ্বায়ক ডা. পলাশ মজুমদার, বিএমএ জেলা সভাপতি ডা. জ্যোতির্ময় আইচ, সাধারণ সম্পাদক ডা. আহসান কবীর রিয়াদ, ডা. রঞ্জন কর্মকার, ডা. গোলাম ফারুক, ডা. বিজন কান্তি সরকার, ডা. হাবিবুর রহমান লাভলু ও ডা. আব্দুলাহ আল মামুন প্রমুখ।
ডা. প্রশান্ত নেত্রকোনার ছেলে। তিনি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। এছাড়া এখন তিনি বিএমএ নেত্রকোনা জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
আরবি/এসআই