শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলার আস্তানা গ্রামের আব্দুল মন্নাতের ছেলে বোরহান উদ্দিন (৩৫) ও সুনামগঞ্জ সদর উপজেলার আলমপুর গ্রামের মবশ্বির আলীর ছেলে বদরুল আলম বদি (৩০)।
আহত আব্দুল কাদির (২২) একই উপজেলার পাগলার আস্তানা গ্রামের আব্দুস সালামের ছেলে। তিনি বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
স্থানীয়রা জানান, বিকেলে বোরহান উদ্দিন ও আব্দুল কাদির ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে রাজ মিস্ত্রীর কাজ করার জন্য তাহিরপুর যাচ্ছিলেন। পথে ভাটি পাড়ায় চালক বদরুল নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মোটরসাইকেলটি রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যায়। এতে তিন আরোহীই গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক বোরহান ও বদরুলকে মৃত ঘোষণা করেন।
বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মনির হোসেন বাংলানিউজকে এসব তথ্য জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
এজি/এসআই