ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

শিগগিরই ময়মনসিংহ-সিলেট রুটে আন্ত‍ঃনগর ট্রেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
শিগগিরই ময়মনসিংহ-সিলেট রুটে আন্ত‍ঃনগর ট্রেন সমাবেশে বক্তব্য রাখছেন ধর্মমন্ত্রী প্রিন্সিপাল মতিউর রহমান/ ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: খুব শিগগিরই ময়মনসিংহ-সিলেট রুটে আন্ত‍ঃনগর ট্রেন চালু করা হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী প্রিন্সিপাল মতিউর রহমান।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ নগরীর রেলওয়ে চত্বরে স্বেচ্ছাসেবি সংগঠন ‘জনউদ্যোগ’ আয়োজিত সমাবেশে মন্ত্রী এ কথা বলেন।

‘জনউদ্যোগ’র আয়োজনে জয়দেবপুর-ময়মনসিংহ-জামালপুর রেলপথে ডুয়েলগেজ ডাবল রেললাইন স্থাপনে সরকারের নীতিগত সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

এর আগে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন ধর্মমন্ত্রী।

জন উদ্যোগের আহবায়ক অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু’র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা নাগরিক আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান, জেলা জাসদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাদিক হোসেন, জাসদ নেতা রতন সরকার প্রমুখ।

পরে ধর্মমন্ত্রী প্রিন্সিপাল মতিউর রহমানের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে টাউন হল মোড়ে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।
 
প্রসঙ্গ, গত বছরের ৩০ নভেম্বর মন্ত্রী পরিষদের সভায় জয়দেবপুর-ময়মনসিংহ-জামালপুর রেলপথে ডুয়েলগেজ ডাবল রেললাইন স্থাপনে সরকারের নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়। চীন সরকারের আর্থিক সহায়তায় প্রকল্পটি বাস্তবায়নে ব্যায় ধরা হয়েছে ৬ হাজার ৩’শ কোটি টাকা।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
এমএএএম/আরআইএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।