শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে ঝিনাইদহ-যশোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আব্দুল মান্নান চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার উসমানপুর গ্রামের মোতালেব মণ্ডলের ছেলে।
বারবাজার হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, বিকেলে মোটরসাইকেলে করে যশোর থেকে কালীগঞ্জ যাচ্ছিলেন আব্দুল মান্নান। পথে রঘুনাথপুর এলাকায় এলে একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে রাস্তার উপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসাপাতাল মর্গে পাঠায়।
বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
আরবি/