কীর্তনখোলায় তেলবাহী ট্যাংকারের ইঞ্জিনরুমে বিস্ফোরণ, দগ্ধ ৩-ছবি: বাংলানিউজ
বরিশাল: বরিশাল নগরের চানমারী খেয়াঘাট সংলগ্ন কীর্তনখোলা নদীতে তেলবাহী ট্যাংকারের ইঞ্জিনরুমে বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন। শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বরিশাল ফায়ার সার্ভিসের উপপরিচালক ফারুক হোসেন বাংলানিউজকে জানান, দগ্ধ তিনজনকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে পাঠানো হয়েছে। আর ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী জাহাজের মাধ্যমে তেলবাহী ট্যাংকারটি টেনে তীরে আনা হচ্ছে।
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
এসআই
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।