শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরের দিকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- কুড়িগ্রামের রৌমারী থানার লালকুড়া এলাকার আব্দুল মান্নানের ছেলে মো. গিয়াস উদ্দিন (৩৮) এবং গাইবান্ধার ফুলছড়ি থানার আগলারচর এলাকার আব্দুল আউয়ালের ছেলে মো. আইয়ুব আলী (৩৫)।
র্যাব-১ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংবাদ মাধ্যমকে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গাজীপুরে র্যাব-১ এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ মহিউল ইসলামের নেতৃত্বে মোগড়খাল এলাকায় অভিযান চালানো হয়। পরে ওই এলাকায় মো. গিয়াস উদ্দিনের বসত ঘর থেকে এক লাখ ৪৮ হাজার টাকার জাল রাজস্ব ষ্ট্যাম্প ও এক লাখ ৫৩ হাজার ৮শ’ টাকার জাল কোর্ট ফি ষ্ট্যাম্পসহ ওই দুজনকে আটক করা হয়।
তারা দুইজন ওই এলাকায় বসবাস করে দীর্ঘদিন ধরে গাজীপুরের বিভিন্ন এলাকায় জাল রাজস্ব ষ্ট্যাম্প ও জাল কোর্ট ফি ষ্ট্যাম্প বিক্রি করে আসছিলেন। এ ব্যাপারে জয়দেবপুর থানায় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
আরএস/বিএস