ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

স্বাধীনতার পর মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধ ছিলেন না

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
স্বাধীনতার পর মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধ ছিলেন না স্বাধীনতার পর মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধ ছিলেন না

নবাবগঞ্জ, ঢাকা: খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, মুক্তিযুদ্ধের পর মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধ ছিলেন না। মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধ থাকলে দুর্বৃত্তরা বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করতে পারতো না।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকার দোহার উপজেলা মুক্তিযোদ্ধা কার্যালয়ে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি এসময় আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

আমাদের দেশ এখন উন্নয়নের মহাসড়কে রয়েছে। আর এ উন্নয়ন ধরে রাখতে হলে মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

মুক্তিযোদ্ধাদের উদ্দেশে মন্ত্রী বলেন, আবেদন অনুযায়ী মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই করা হচ্ছে। আমরা আশা করছি, প্রকৃত মুক্তিযোদ্ধাদের নিয়ে তালিকাটি তৈরি হবে। এছাড়া কোনো মুক্তিযোদ্ধাকে হেনস্তা করা বা কাউকে বাদ দেওয়ার জন্য এ কার্যক্রম নয়।

এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান, আইজিআর খান আব্দুল মান্নান, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম আল আমীন, যুদ্ধকালীন তিন থানার কমান্ডার ডা. আবুল কালাম, ঢাকা জেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতি আবু সাইদ, দোহার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রজ্জব আলী মোল্লা, ঢাকা জেলা যুবলীগের সভাপতি শফিউল আলম বারকু, দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
এজি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।