ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

এক সপ্তাহের মধ্যে চিত্রা বেইলি ব্রিজ নির্মাণ শুরু হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
এক সপ্তাহের মধ্যে চিত্রা বেইলি ব্রিজ নির্মাণ শুরু হবে এক সপ্তাহের মধ্যে চিত্রা বেইলি ব্রিজ নির্মাণ শুরু হবে

মাগুরা: মাগুরার সীমাখালীতে ভেঙে পড়া চিত্রা বেইলি ব্রিজটি এক সপ্তাহের মধ্যে নির্মাণ কাজ শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে স্থানীয় জন প্রতিনিধিদের নিয়ে সীমাখালীতে ভেঙে পড়া ব্রিজ পরিদর্শন এসে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

সাইফুজ্জামান শিখর বলেন, ঢাকা-খুলনা মহাসড়ক একটি গুরত্বপূর্ণ সড়ক।

সীমাখালীর চিত্রা ব্রিজটি ভেঙে পড়ায় এখানকার জনগণ অনেক সমস্যায় পড়েছে। সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে। তাই যোগাযোগ ব্যবস্থা সচল করতে আগামী এক সপ্তাহের মধ্যে বেইলি ব্রিজটি নির্মাণ কাজ শুরু হবে। ইতোমধ্যে সড়ক বিভাগ কংক্রিটের ব্রিজ তৈরির জন্য সয়েল টেস্ট শুরু করেছে।

শুধু সীমাখালী বেইল ব্রিজ নয়, এ মহাসড়কের শালিখার ফটকি নদীর ওপর ব্রিজটি ভেঙে নতুন করে নির্মাণ করা হবে বলেও জানান তিনি।

এ সময় মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান রুস্তম আলী, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুলসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গত রোববার সকালে ঢাকা-খুলনা মহাসড়কে মাগুরার শালিখা উপজেলার সীমাখালী বেইলি ব্রিজের ওপর দিয়ে যাওয়ার  সময় পাথর বোঝাই দু’টি ট্রাকসহ ব্রিজটি ভেঙে পড়ে।
 
বাংলাদেশ সময়: ২২০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
এজি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।