শনিবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে স্থানীয় জন প্রতিনিধিদের নিয়ে সীমাখালীতে ভেঙে পড়া ব্রিজ পরিদর্শন এসে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
সাইফুজ্জামান শিখর বলেন, ঢাকা-খুলনা মহাসড়ক একটি গুরত্বপূর্ণ সড়ক।
শুধু সীমাখালী বেইল ব্রিজ নয়, এ মহাসড়কের শালিখার ফটকি নদীর ওপর ব্রিজটি ভেঙে নতুন করে নির্মাণ করা হবে বলেও জানান তিনি।
এ সময় মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান রুস্তম আলী, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুলসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গত রোববার সকালে ঢাকা-খুলনা মহাসড়কে মাগুরার শালিখা উপজেলার সীমাখালী বেইলি ব্রিজের ওপর দিয়ে যাওয়ার সময় পাথর বোঝাই দু’টি ট্রাকসহ ব্রিজটি ভেঙে পড়ে।
বাংলাদেশ সময়: ২২০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
এজি/টিআই