ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

পঙ্গু নির্মাণ শ্রমিকদের মাঝে বসুন্ধরা গ্রুপের অনুদ‍ান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
পঙ্গু নির্মাণ শ্রমিকদের মাঝে বসুন্ধরা গ্রুপের অনুদ‍ান গৃহ নির্মাণ শ্রমিক পরিষদের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী/ ছবি: আরিফ জাহান-বাংলানিউজ

বগুড়া: বগুড়ায় পঙ্গ‍ু নির্মাণ শ্রমিকদের আর্থিক অনুদান দিয়েছে দেশের অন্যতম প্রধান শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ।   

শনিবার (১৮ ফেব্রুয়ারি) বগুড়ায় জেলা গৃহ নির্মাণ শ্রমিক পরিষদের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠান বসুন্ধরা গ্রুপের কিং ব্র্যান্ড সিমেন্টের সৌজন্যে পুঙ্গ নির্মাণ শ্রমিকদের আর্থিক অনুদান দেওয়া হয়।



অনুষ্ঠানের শুরুতে শহরের শহীদ টিটু মিলনায়তন প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের কর‍া হয়। শোভাযাত্রাটি শহরের সাতমাথা হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ টিটু মিলনায়তনে এসে শেষ হয়।  

গৃহ নির্মাণ শ্রমিক পরিষদের সভাপতি আলমগীর হোসেন আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান বিপিএম।
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংগঠনের প্রধান উপদেষ্টা কামরুল আলম রিপু, কিং ব্র্যান্ড সিমেন্টের রাজশাহী বিভাগীয় সেলস ম্যানেজার মাছুম বিল্লাহ, কিং ব্র্যান্ড সিমেন্টের প্রকৌশলী শরিফুল ইসলাম শরিফ, এবি সিরামিসক’র ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, লাফাজ সুরমা সিমেন্টের এরিয়া ম্যানেজার আবুল খায়ের, বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেন প্রমুখ।

অনুষ্ঠান চলে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত।

বাংলাদেশ সময়: ২২১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
এমবিএইচ/আরআইএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।