শনিবার দিবাগত রাত ৩টার দিকে এ আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসাকিট থেকে আগুনের সূত্রপাত হয়।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. হাসিবুর রহমান বাংলানিউজকে জানান, চতর বাজার এলাকায় প্রথমে সবুজ মিয়ার রিকশা গ্যারেজে আগুন লাগে। পরে তা পাশের একটি ওয়ার্কশপে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট প্রায় আধাঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
দোকান মালিকদের দাবি, আগুনে তাদের ৫০ হাজার টাকা ক্ষতি হয়েছে।
বাংলাদেশ সময়: ০৯২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
আরএস/ওএইচ/এসএইচ