বরিশাল: বরিশালের উজিরপুর উপজেলায় জাকিয়া পারভীন (৫০) নামে এক নারীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার দক্ষিণ হারতা গ্রামে জাকিয়ার বসতঘর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার জানান, ওই এলাকার মৃত মানিক মাঝির স্ত্রী জাকিয়ার তিন ছেলে-মেয়ে।
এদের মধ্যে ছেলে শাহেদুজ্জামানকে নিয়ে দক্ষিণ হারতা গ্রামে বসবাস করতেন তিনি। শনিবার রাতে ঘরের মেঝেতে তার রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। তবে ওই সময় নিহতের ছেলে ঘরে ছিলো না। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরো জানান, দুর্বৃত্তরা জাকিয়ার মাথায় আঘাতে করে তাকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১০০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
এমএস/এসআই
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।