শনিবার (১৮ ফেব্রুয়ারি) মধ্যরাতে জুড়ী উপজেলার মানিকসিংহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফজলুর বাড়ি তালিমপুর ইউনিয়নের বাহারপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে কুলাউড়া থেকে সিএনজি চালিত অটোরিকশায় করে বড়লেখা ফিরছিলেন ফজলু। পথে মানিকসিংহ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হলে অটোরিকশাটি উল্টে যায়। এসময় ফজলু অটোরিকশা থেকে রাস্তার পাশের খাদে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা এ অবস্থায় ফজলুকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
এসআই