সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার চরকাছিয়া এলাকা থেকে অবৈধ কারেন্ট জালসহ মাইক্রোবাস চালককে আটক করা হয়। আটক রাসেল বরিশাল জেলার বাসিন্দা মো. ইউনুসের ছেলে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, নদী পথে জালগুলো বরিশাল নেওয়ার জন্য মাইক্রোবাসে করে চরকাছিয়া এলাকায় মেঘনার পাড়ে আনা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জালগুলো জব্দ ও গাড়ি চালককে আটক করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
আরএ