ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

পীরগঞ্জে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
পীরগঞ্জে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় টাঙ্গন নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে রাহাত নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়েছে আরও তিন স্কুলছাত্র।

সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

অসুস্থ স্কুলছাত্ররা হলো- রাকিব, নায়েম ও ফরহান।

এদের সবার বাড়ি পীরগঞ্জ সদর উপজেলার রগুনাথপুর গ্রামে এবং এরা সবাই পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানান, দুপুরে স্কুল শেষে বাড়ি ফেরার সময় টাঙ্গন নদীতে গোসল করতে যায় রাহাত ও তার সহপাঠী রাকিব, নায়েম ও ফরহান। এসময় তার‍া পানিতে তলিয়ে যায়।

এ অবস্থায় তাদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মেডিকেল অফিসার কামাল রাহাতকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।