ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে আহত ৪

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
কেরানীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে আহত ৪

ঢাকা: ঢাকা জেলার কেরানীগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে একই পরিবারের চারজন আহত হয়েছেন।

আহতদের প্রথমে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন বটতলা নতুনহাটি এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- বটতলী সিরাজউদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয়ের ক্রিড়া শিক্ষক মোহাম্মদ কহিনুর আলম (৫৮), তার ছেলে মাদ্রাসা ছাত্র হাসিব আহমেদ (১৯), ভাতিজা শামসুল আরেফীন পলাশ (২৯) ও বিল্লাল হোসেন (৪০)।

আহত হাসিব বাংলানিউজকে জানান, ‘তাদের বাড়ি বটতলা তারানগরে। পাশের নতুনহাটি এলাকায় তাদের পৈত্রিক ১২৯ শতাংশ জমি রয়েছে। দীর্ঘ ২/৩ মাস ধরে প্রতিপক্ষের লোকজন জমি দখল করার চেষ্টা করে আসছিলেন। সকালে তারা জমি দখল করতে আসে। খবর পেয়ে তাদের বাধা দিলে তারা হামলা চালায়।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে বলেন, স্কুল শিক্ষক কহিনুর আলমের পেটের বাম পাশে ও বাম পায়ে, হাসিবের ডান হাতে, বিল্লালের মাথায় ধারালো অস্ত্রর আঘাত রয়েছে ও পলাশের পিঠে লাঠি দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে।

আহতদের ঢামেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান এসআই বাচ্চু মিয়া।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
এজেডএস/জিপি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।