মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) উৎসবের দ্বিতীয় দিনে সকাল থেকেই উপজেলার আড়ালিয়া গ্রামে উৎসব প্রাঙ্গনে দর্শনার্থী ও পূর্নার্থীদের ভিড় লক্ষ করা গেছে।
আয়োজকরা জানিয়েছেন, সারাদেশের মধ্যে এটি সবচেয়ে বড় কোনো ধর্মীয় উৎসব।
এদিকে, যোগাযোগ ব্যবস্থা উন্নত না থাকায় কিছুটা বিড়ম্বনার মধ্যে পড়তে হচ্ছে ভক্তদের। তবে পূণ্যলাভের আশায় আগত দর্শনার্থীরা বেশ সন্তুষ্ট।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। তবে শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) ভোর রাত পর্যন্ত মহানাম যজ্ঞানুষ্ঠান চলবে।
বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
আরবি/বিএস