ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

শ্রীমঙ্গলে জাতীয় পতাকাগুলো উত্তোলনে ত্রুটি

বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন, ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
শ্রীমঙ্গলে জাতীয় পতাকাগুলো উত্তোলনে ত্রুটি ন্যাজ্যারিন মিশনে নেই জাতীয় পতাকা/ ছবি: বাংলানিউজ

শ্রীমঙ্গর (মৌলভীবাজার): আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও জাতীয় শোক শহীদ দিবস ২১ ফেব্রুয়ারি। এটি ভাষা আন্দোলন দিবস বা শহীদ দিবস হিসেবে বাংলাদেশে পালিত একটি জাতীয় দি

ভাষা আন্দোলনে প্রাণোৎসর্গকারী শহীদের গভীর সম্মান জানাতে সরকারি, আধাসরকারি বা স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, বাণিজ্যিক কেন্দ্র, সংস্থা বা ব্যক্তিগত বাড়ি, আবাসস্থলগুলোতে মহান জাতীয় পতাকা অর্ধনমিত রাখার কথা।  

দেশের গুরুত্বপূর্ণ পর্যটননগরী শ্রীমঙ্গলের অনেক স্থানে জাতীয় পতাকা টাঙালেও নীতিমালা অনুযায়ী তা টাঙানো হয়নি।

কেউ কেউ লাঠির মাথাতেই টাঙিয়ে রেখেছেন। কোনো কোনো প্রতিষ্ঠানে আবার জাতীয় পতাকার কোনো অস্তিত্বই নেই। বাংলানিউজের অনুসন্ধানে ধরা পড়ে এমন চিত্র।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে সরকারি প্রতিষ্ঠান মৌলভীবাজার রোডের প্রভিডেন্ট ফান্ড-এ গিয়ে দেখো গেছে এখানে কোনো জাতীয় পতাকার চিহ্ন নেই। নোওয়াগাঁও এর এনজিও সংস্থা বাংলাদেশ ন্যাজ্যারিন মিশনেও নেই কোনো জাতীয় পতাকা।

চৌমোহনায় অবস্থিত শাপলা সুপার মার্কেটে লাঠির মাথায় টাঙিয়ে রাখা হয়েছে পতাকা। একই চিত্র ভানুগাছ রোডের ফ্যাসন হাউজে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোব্বাসের বাংলানিউজকে বলেন, এই বিষয়টি তদরকির জন্য শ্রীমঙ্গল থানার ওসিকে আহ্বায়ক করে একটি উপ-কমিটি করা হয়েছে।

জাতীয় দিবসে পতাকা না তোলার বিষয়  ইউএনও বলেন, আমি এখনি সমাজকল্যাণ অফিসারকে পাঠাচ্ছি।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল সঙ্গে যোগাযোগ করা হলে বিষয়টি তিনি দেখছেন বলে বাংলানিউজকে জানান।  
    
বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
বিবিবি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।