মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে ‘চল বাংলাদেশ’র ব্যানারে ১৬ সদস্যের প্রতিনিধি দলটি টিএসসি এসে পৌঁছায়। পরে শহীদ মিনারে গিয়ে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি সম্মান জানান তারা।
কলকাতা থেকে আসা দলটির সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ১৯৫০ সালে বাংলাদেশের বরিশালে জন্ম নেওয়া অপূর্ব দত্ত।
তিনি বাংলানিউজকে বলেন, নবম শ্রেণিতে পড়া অবস্থায় আমি কলকাতায় যাই। আমি ভাষা শহীদদের সম্মান জানাতে বাংলাদেশে এসেছি। যদিও আমার ৫২'র ভাষা আন্দোলনের কথা মনে নেই। তবে ৬২ বা অন্যান্য সময় যখন বাংলাদেশে ছিলাম সেগুলোতে অংশ নিয়েছি।
কলকাতায়ও বাংলা ভাষার জন্য মানুষ জীবন উৎসর্গ করেছেন। কিন্তু বাংলাদেশ সবার আগে ভাষার জন্য জীবন দিয়েছে। সেজন্য এটি অন্যরকম গুরুত্ব বহন করে, যোগ করেন অপূর্ব।
দলের আরেক সদস্য তপন কুমার রায় বলেন, আমাদের মূল স্লোগান হলো- বাংলা কখনো হয় না ভাগ, বাংলা ভাষায় আমরা এক। মূলত শেকড়ের সন্ধানে, বাংলা ভাষার টানেই আমরা এখানে এসেছি।
বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
এমএইচকে/এসএনএস