লক্ষ্মীপুরের কমলনগরের পূর্ব চরফলকন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা কলাগাছ, বাঁশ, সুতলি, পুরনো পত্রিকা, আটা দিয়ে স্মৃতির মিনারটি তৈরি করে।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয়রা বিদ্যালয় আঙিনায় প্রভাতফেরীতে অংশ নেয় এবং শিশুদের নির্মিত অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানায়।
বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র নিজাম বলে, নিজেরা চাঁদা দিয়ে মাত্র একশ’ টাকা খরচ করে শহীদ মিনার নির্মাণ করেছি। এতে সহযোগিতা করেছেন আমাদের স্কুলের প্রাক্তন ছাত্র আরিফ, হৃদয়, নাফিজ, আবির, রবিসহ বেশ কয়েকজন। বর্তমানে তারা হাজিরহাট মিল্লাত একাডেমির (উচ্চ বিদ্যালয়ে) ছাত্র।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা বলে, আমরা প্রতিবছর এভাবেই কলাগাছ দিয়ে নির্মিত শহীদ মিনারে ফুল দিয়ে একুশে ফেব্রুয়ারি পালন করি। নিজেদের তৈরি শহীদ মিনারে ফুল দিতে পারা সত্যিই আনন্দের।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. কামরুল হাসান জানান, প্রাথমিক বিদ্যালয়ে শিশুরা একুশে চেতনায় উজ্জীবিত। তারাও মহান একুশ যথাযথ মর্যাদায় পালন করেছে।
বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
আরএ