ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

মুন্সীগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
মুন্সীগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নে মো. শরীফ মিয়ার (২৭) ছুরিকাঘাতে মো. আরিফ হোসেন (২৮) খুন হয়েছেন।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে বালুয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। আরিফ বালুয়াকান্দি গ্রামের ফিরোজ বেপারীর ছেলে ও শরীফ একই গ্রামের খোরশেদ আলমের ছেলে।

মুন্সীগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল রানা বাংলানিউজকে জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, একই এল‍াকার শরীফ ও আরিফ দু’জনে ভাল বন্ধু। কেন একজন আরেকজনকে খুন করলো তার সঠিক কারণ জানা যায়নি।

পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। এ ঘটনার পর থেকে শরীফ পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের জন্য চেষ্টা করছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।