মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে বালুয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। আরিফ বালুয়াকান্দি গ্রামের ফিরোজ বেপারীর ছেলে ও শরীফ একই গ্রামের খোরশেদ আলমের ছেলে।
মুন্সীগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল রানা বাংলানিউজকে জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, একই এলাকার শরীফ ও আরিফ দু’জনে ভাল বন্ধু। কেন একজন আরেকজনকে খুন করলো তার সঠিক কারণ জানা যায়নি।
পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। এ ঘটনার পর থেকে শরীফ পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের জন্য চেষ্টা করছে পুলিশ।
বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
আরএ