মৌলভীবাজারের জুড়ি উপজেলার সাগরনাল ইউনিয়নের আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। দুর্গম এলাকায় অবস্থিত এই শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই।
আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে গিয়ে দেখা যায়, সেখানে কোনো শহীদ মিনার নেই।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসাইন আহমদ আজাদ বাংলানিউজকে বলেন, টাকার অভাবে প্রতিষ্ঠানে স্থায়ী শহীদ মিনার নির্মাণ করতে পারিনি। কয়েকজন জনপ্রতিনিধিকে বলেছিলাম। তাঁরাও শহীদ মিনার নির্মাণ করে দেননি। তাই একুশে ফেব্রুয়ারি এলে স্কুলের মাঠে অস্থায়ী শহীদ মিনার বানিয়ে আমরা শ্রদ্ধা নিবেদন করি।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক অসিত বরণ দেবনাথ বলেন, শহীদ মিনার নেই। তাই একুশে ফেব্রুয়ারির আগের দিন বিদ্যালয়ের মাঠে কলাগাছের শহীদ মিনার বানানো হয়, তাতে কাগজ মুড়িয়ে সুন্দর করা হয়, শ্রদ্ধা নিবেদনের জন্য।
বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র আকিব আহমেদ বলে, ‘একুশে ফেব্রুয়ারির দিন ইশকুলে খুব সকালে খালি পায়ে আমরা আসি। স্যারেরা কলাগাছ দিয়া শহীদ মিনার বানায়। আমরা তাতে ফুল দেই। ’
চতুর্থ শ্রেণির ছাত্রী মৌসুমী চৌধুরী আক্ষেপ করে বললো, "টিভিতে যখন দেখি বিভিন্ন স্কুলের সুন্দর শহীদ মিনারে ফুল দেওয়া হচ্ছে তখন খুব কষ্ট লাগে। শহরের স্কুল নয় বলেই কী আমাদের স্কুলে শহীদ মিনার থাকবে না?"
বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
আরএ