মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ দাবি করেন।
বিইউজের সভাপতি আমজাদ হোসেন মিন্টুর সভাপতিত্বে বগুড়া প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
বিইউজের সাধারণ সম্পাদক জে এম রউফের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- দৈনিক বাংলাদেশ’র সম্পাদক আমান উল্লাহ খান, বগুড়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি যাহেদুর রহমান যাদু, সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল আলম নয়ন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) যুগ্ম-মহাসচিব জি এম সজল, নির্বাহী সদস্য ও বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আরিফ রেহমান, বিইউজের সাবেক সভাপতি এএইচএম আখতারুজ্জামান, দৈনিক উত্তরের খবর সম্পাদক আব্দুস সালাম বাবু, বিইউজের কোষাধ্যক্ষ সবুর আল মামুন, সদস্য তানসেন আলম, গৌরব চন্দ্র দাস, মামুন উর রশিদ, সঙ্গীত রায় বাপ্পী প্রমুখ।
সভার শুরুতেই ভাষা শহীদসহ মুক্তিযুদ্ধ ও প্রগতিশীল আন্দোলনে আত্মদানকারী শহীদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন।
এর আগে দিবসের সূচনালগ্ন ২০ ফেব্রুয়ারি (সোমবার) দিবাগত রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
এমবিএইচ/জিপি/বিএস