ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বাংলাদেশিদের ভালবাসা-আন্তরিকতায় আমরা মুগ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
বাংলাদেশিদের ভালবাসা-আন্তরিকতায় আমরা মুগ্ধ বাংলাদেশিদের ভালবাসা-আন্তরিকতায় আমরা মুগ্ধ

ফেনী: ভারতের লোকসভার পূর্ব ত্রিপুরার সংসদ সদস্য জীতেন্দ্র চৌধুরী বলেছেন, বাংলাদেশের মানুষ ভালোবাসতে ও কাছে টানতে জানে। তাদের আন্তরিকতায় সত্যিই আমরা মুগ্ধ।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফেনীর ছাগলনাইয়া-দক্ষিণ ত্রিপুরার সাব্রুম শ্রীনগর সীমান্তহাটে আয়োজিত অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন, এপার বাংলা এবং ওপার বাংলা একই সূত্রে গাঁথা।

আমাদের দুই বাংলার রয়েছে ঐতিহাসিক সর্ম্পক। আর এ সর্ম্পককে অটুট রাখা আমাদেরই দায়িত্ব। আমরা যদি এক থাকি তাহলে আমাদের এ মিলন কেউ রুখতে পারবে না।

এসময় তিনি আরো বলেন, শুধু সীমান্তহাটে নয়-আমাদের এ হৃদ্যতাপূর্ণ সর্ম্পক সীমান্ত জুড়ে ছড়িয়ে দিতে হবে, তাহলে সমৃদ্ধ হবে দুই দেশই।

এ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে বক্তব্য রাখেন-ফেনী-০১ আসনের সংসদ সদস্য শিরিন আখতার, ফেনী-০২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, ফেনীর জেলা প্রশাসক মো. আমিন উল আহসান, ফেনীর পুলিশ সুপার রেজাউল হক।

উপস্থিত ছিলেন-ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার  চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তারসহ প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তারা।

ভারতের পক্ষ থেকে বক্তব্য রাখেন-বিধান সভার সদস্য জীতেন্দ্র চৌধুরী, এমএল রীতাকর মজুমদার, প্রভাত চৌধুরী, দক্ষিণ ত্রিপুরার পুলিশ সুপার তাপস দেব বার্মা, ডিএম সিকে জমাতিয়া। এডিএম মনোজ কান্তিসেনসহ সেখানকার প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকতারা।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।