ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ইত্তেফাকুল ওলামা বৃহত্তর মোমেনশাহীর সম্পাদক আর নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
ইত্তেফাকুল ওলামা বৃহত্তর মোমেনশাহীর সম্পাদক আর নেই

ময়মনসিংহ: ময়মনসিংহের আলেম উলামাদের অরাজনৈতিক সংগঠন ইত্তেফাকুল উলামা’র বৃহত্তর মোমেনশাহীর সাধারণ সম্পাদক মাওলানা মনসুরুল হক খান (৬৫) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ২টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুতে বৃহত্তর ময়মনসিংহের আলেম-ওলামাদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

   

মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি রাজনৈতিক জীবনে খেলাফত মজলিস ময়মনসিংহ জেলা শাখার সাবেক সভাপতি ছিলেন।

মরহুমের ভাগ্নে আবু তাহের খান বাংলানিউজকে জানান, বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় মরহুমের নিজ বাসভবন সদর উপজেলার খাগড়হর মাইজবাড়ীতে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।     

এদিকে, মাওলানা মনসুরুল হক খানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেলা নেজামে ইসলামের সভাপতি হাফেজ মাও. আবু তাহের খান, খেলাফত মজলিসের সভাপতি মাওলানা নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাওলানা সিদ্দিকুর রহমান।

এক বিবৃতিতে তারা বলেন, মাওলানা মনসুরুলের মৃত্যুতে ইসলামী আন্দোলনের অপূরণীয় ক্ষতি হয়েছে, যা পূরণ হবার নয়। আমরা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছি।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
এমএএএম/আরআইএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।