ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

টিএমএসএস’র কার্যালয়ে রাতেও জাতীয় পতাকা!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
টিএমএসএস’র কার্যালয়ে রাতেও জাতীয় পতাকা! রাতেও উড়ছে জাতীয় পতাকা, ছবি: বাংলানিউজ

দিনাজপুর: দিনব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন শেষে রাতে দিনাজপুর সদর উপজেলার কমলপুর বাজার এলাকায় দেখা মিললো আইন ভাঙা এক ভুলের। বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস’র কার্যালয়ের সামনে রাতেও বাঁশের উপরিভাগে উড়ছে লাল সবুজের জাতীয় পতাকা।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দিনগত রাত পৌনে ১১টার দিকে দিনাজপুর সদর উপজেলার ১০নং কমলপুর ইউনিয়ন টিএমএসএস কার্যালয়ে এ দৃশ্যের দেখা মেলে।

এ ব্যাপারে এনজিও’টির কার্যালয়ে তাৎক্ষণিক যোগাযোগ করা হয়।

তবে কাউকে না পাওয়া গেলেও অফিস সংলগ্ন বাড়ির বাসিন্দা মো. সামছুল হক বাংলানিউজকে বলেন, অসাবধানতায়, ভুলে হয়ত তারা পতাকা নামায়নি। আমরা এখনই পতাকাটি নামিয়ে নিচ্ছি।

দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুর রহমান বাংলানিউজকে জানান, আইনে স্পষ্ট উল্লেখ রয়েছে সূর্যস্তের পূর্বেই পতাকা নামিয়ে ফেলতে হবে। এটা সম্পূর্ণ আইন পরিপন্থি কাজ। ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে পতাকা আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ০৪৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।