মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দিনগত রাতে সদর উপজেলার আলোকবালীর পূর্বপাড়া গ্রামে এ নির্মম হত্যাকাণ্ড ঘটে।
খুন হওয়া তিন শিশু পূর্বপাড়া গ্রামের আবু কালাম মিয়ার সন্তান।
বর্বর এ হত্যাকাণ্ডের পর থেকে পলাতক রয়েছে রুবেল মিয়া।
এলাকাবাসী বাংলানিউজকে জানায়, পারিবারিক বিরোধের জের ধরে রুবেল তার ছোট তিন ভাই-বোনকে শ্বাসরোধ করে মারে। বাধা দিতে এলে ঘাতক রুবেল আতিকুরকেও কুপিয়ে আহত করে।
এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) সালাউদ্দিন সাংবাদিকদের জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কী কারণে এ হত্যাকাণ্ড হয়েছে, তা এখনও নিশ্চিত নয়।
বাংলাদেশ সময়: ০৫২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭/আপডেট ০৯১৪ ঘণ্টা
আইএ/এইচএ/