ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে তিনদিনের বইমেলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
মাদারীপুরে তিনদিনের বইমেলা

মাদারীপুর: মাদারীপুরে তিন দিনব্যাপী শুরু হয়েছে অমর একুশে বই মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে শকুনী লেকের মুক্তমঞ্চের মাঠে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাস।

মুক্তমঞ্চে সন্ধ্যার পর মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পরে অতিথিরা ‘শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০১৭’ উদযাপন উপলক্ষে দেশীয় গান, নাচ, কবিতা আবৃত্তিসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আনসার উদ্দিন, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, সাবেক পৌর মেয়র খলিলুর রহমান খানসহ অনেকেই।

বিভিন্ন বইয়ের সমাহার নিয়ে মেলায় স্থানীয় কয়েকটি লাইব্রেরিসহ মোট ১৫টি স্টল বসেছে। ২৩ ফেব্রুয়ারি মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হবে।

বাংলাদেশ সময়: ০৭০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।