মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে শকুনী লেকের মুক্তমঞ্চের মাঠে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাস।
মুক্তমঞ্চে সন্ধ্যার পর মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আনসার উদ্দিন, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, সাবেক পৌর মেয়র খলিলুর রহমান খানসহ অনেকেই।
বিভিন্ন বইয়ের সমাহার নিয়ে মেলায় স্থানীয় কয়েকটি লাইব্রেরিসহ মোট ১৫টি স্টল বসেছে। ২৩ ফেব্রুয়ারি মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হবে।
বাংলাদেশ সময়: ০৭০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
আইএ