ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ডিস ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
গাজীপুরে ডিস ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের লতিফপুর সানসিটি এলাকায় ডিস ব্যবসায়ী আব্দুল খালেক মণ্ডল (৩৫) হত্যা মামলার প্রধান আসামি শাহীন চৌধুরী ওরফে দীপকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ।
 
 

গ্রেফতারকৃত শাহীন আশুলিয়া থানার শ্রীপুর উত্তরপাড়া এলাকার রশিদ চৌধুরীর ছেলে। তিনি ছাত্রলীগ নেতা বলে জানা গেছে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) ভোরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।  

নিহত আব্দুল খালেক মণ্ডল ঢাকার আশুলিয়া থানার শ্রীপুর উত্তরপাড়া এলাকার জুলহাস ওরফে জুলু কসাইয়ের ছেলে।  

জয়দেবপুর থানাধীন চক্রবর্তী পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. হারুন অর রশিদ জানান,  গত ২ ফেব্রুয়ারি লতিফপুর সানসিটি এলাকায় একটি টিনের ঘরে দগ্ধ অবস্থায় আব্দুল খালেকের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।  

এ ঘটনায় নিহতের স্ত্রী মর্জিনা বেগম (৩০) বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় শাহীন চৌধুরীসহ ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪/৫ জনকে আসামি করা হয়।  

আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযানে বুধবার ভোরে শাহীনের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।  

নিহতের স্ত্রী মর্জিনা বেগমের অভিযোগ, ডিস ব্যবসাকে কেন্দ্র করে তার স্বামী আব্দুল খালেক মণ্ডলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
আরএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।