মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে কোস্টগার্ডের সদস্যরা অভিযান চালিয়ে এ জাটকা ও ট্রলার জব্দ করে।
কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লে. মো. হাসানুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, নিয়মিত অভিযানকালে বিষখালী নদীর লালদিয়া থেকে নামবিহীন একটি ট্রলারে তল্লাশি চালিয়ে ৮ মণ জাটকা মাছ পাওয়া যায়।
জব্দকৃত জাটকা পাথরঘাটার গরীব ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে। জব্দকৃত ট্রলার নিলামে দেওয়ার প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
আরএ