বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে ঘটনাটি ঘটে।
দগ্ধরা সবাই হোটেলের কর্মচারী।
আহত বিল্লাল বাংলানিউজকে বলেন, প্রধান বাবুর্চি বাবুলসহ হোটেলের রান্নাঘরে আমরা একটি অনুষ্ঠানের জন্য খাবার তৈরির কাজ করছিলাম। হঠাৎ গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের ফুলকি বের হয়। এতে আমরা ৫ জন দগ্ধ হই।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থ শঙ্কর পাল জানান, অগ্নিদগ্ধদের মধ্যে ফারুক ও চাঁন মিয়াকে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
এজেডএস/জেডএস