ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ডেমরায় হোটেলে গ্যাস সিলিন্ডার লিকেজে অগ্নিকাণ্ড, দগ্ধ ৫

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
ডেমরায় হোটেলে গ্যাস সিলিন্ডার লিকেজে অগ্নিকাণ্ড, দগ্ধ ৫

ঢাকা: রাজধানীর ডেমরার মাতুয়াইলের মমিনবাগ এলাকায় অবস্থিত রেড চিলি নামক রেস্টুরেস্টে গ্যাস সিলিন্ডার লিকেজের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৫ জন দগ্ধ হয়েছেন। 

বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে ঘটনাটি ঘটে।

দগ্ধরা সবাই হোটেলের কর্মচারী।

তারা হলেন- প্রধান বাবুর্চি বাবুলের সহকারী মো. ফারুক (৬৩ শতাংশ পুড়েছে), মো. চাঁন মিয়া (৫৭ শতাংশ পুড়েছে), হারুণ (বুকে ও পায়ে দগ্ধ), বিল্লাল হোসেন (হাতে ও পায়ে পুড়েছে) এবং ফেলানি ওরফে পিচ্চি।  

আহত বিল্লাল বাংলানিউজকে বলেন, প্রধান বাবুর্চি বাবুলসহ হোটেলের রান্নাঘরে আমরা একটি অনুষ্ঠানের জন্য খাবার তৈরির কাজ করছিলাম। হঠাৎ গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের ফুলকি বের হয়। এতে আমরা ৫ জন দগ্ধ হই।  

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থ শঙ্কর পাল জানান, অগ্নিদগ্ধদের মধ্যে ফারুক ও চাঁন মিয়াকে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
এজেডএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।